প্রকাশিত: Sat, Jun 17, 2023 8:31 PM
আপডেট: Mon, Jan 26, 2026 10:29 AM

আমরাও ভিসানীতি করতে পারি

এম এম লিংকন: মার্কিন নতুন ভিসানীতির আলোচনার মধ্যে বাংলাদেশ সরকারও নতুন ভিসানীতি করবে বলে আভাস দিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শনিবার দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আমাদের নতুন সময়কে বলছেন, হ্যাঁ, আমরাও নতুন ভিসানীতি করতে পারি। এই বিষয়ে পরে জানানো হবে। অপেক্ষায় থাকুন। 

২৪ মে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ঘোষিত ভিসা নীতিতে বলা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যে কোনো বাংলাদেশি নাগরিকের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। এই নতুন ভিসানীতি নির্বাচনে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত যে কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য। অন্য অনেকের সঙ্গে বাংলাদেশের বর্তমান বা সাবেক কর্মকর্তা/কর্মচারি, সরকারের সমর্থক এবং বিরোধী দলীয় সদস্যরা এর অন্তর্ভুক্ত। সেই সঙ্গে দায়ীদের নিকটতম পরিবারের সদস্যরাও এর অন্তর্ভুক্ত থাকবে বলে ঘোষণা দেওয়া হয় এই নতুন ভিসানীতিতে। তবে, যুক্তরাষ্ট্র কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য এই নীতি প্রয়োগ করেনি বলেও দাবি করেছে।  

শনিবার গাজীপুরের টঙ্গীতে বিআরটি প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্র ভিসানীতি করুক তাতে আমাদের কিছু যায় আসে না। ভিসানীতি আমাদেরও থাকতে পারে। আমরাও করতে পারি। অপেক্ষায় থাকুন।

এ সময় তিনি আরো বলেন, বিএনপি নির্বাচন করতে দিবে না বলে যে ঘোষণা দিয়েছে, তাদের এমন ঘোষণার পরও মার্কিন ভিসানীতি কী করে সেটাই এখন দেখার বিষয়। মার্কিন ভিসানীতিতে তারা বলছে অবাধ, সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দিবে তাদের ক্ষেত্রে এই ভিসানীতি প্রয়োগ হবে। এই নীতি এখন অন্ধ, বধির হয়ে থাকবে;  না বাস্তববাদী হবে আমরা দেখবো। সম্পাদনা: রাশিদ